বাংলাদেশ শিশু একাডেমী,ভোলা জেলা শাখা
মমতাজ কমপ্লেক্স (৩য় তলা) ইলিশা সড়ক ভোলা।
ইমেইল-bsabhola@gmail.com
মোবাইল:০১৭১৬২৬০১৩৬
স্মারক-বিএসএ ভোলা/৪০(৩)/২০১৮/৪০২(১৫) তারিখ:৫/৯/২০১৮
প্রাপক,
“উপজেলা নির্বাহী কর্মকর্তা ”
বাংলাদেশ শিশু একাডেমী ভোলা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন। আপনার সদয় অবগতির জন্য সংযুক্ত জেলা পর্যায়ের শিশু মৌসুমি প্রতিযোগীতা ২০১৮র রেজুলেশন প্রেরন করা হলো।
আগামী ৮/৯/২০১৮ ইং তারিখ রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমী ভোলা জেলা শাখা (মমতাজ কমপ্লেক্স ৩য় তলা,ইলিশা সড়ক ভোলা) এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
উপজেলা পর্যায়ে বিজয়ীদের জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য তাকে:-
১। প্রতিযোগীর নাম,পিতার নাম,মাতার নাম,বয়স,শ্রেনী,শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঠিকানা, অভিভাবকের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
২। উপজেলা থেকে প্রাপ্ত সার্টিফিকেট।
৩। ২কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।
৪। স্কুল প্রধান শিক্ষক শিক্ষকের থেকে পাঠরত শ্রেনীর সনদপত্র (প্রত্যায়ন পত্র)।
৫। জন্মনিবন্ধন সদনের ফটোকপি সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য,উপজেলা পর্যায়ের বিজয়ী প্রতিযোগীদের নামের তালিকা- উপজেলা থেকে ৭/৯/২০১৮ইং তরিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে প্ররনের জন্য অনুরোধ করা হলো। তালিকায় প্রতিযোগীর নাম,পিতার নাম,মাতার নাম,বয়স,শ্রেনী,শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঠিকানা, অভিভাবকের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
মুহাম্মদ আখতার হোসেন
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ:দা)
ভোলা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS