Text size A A A
Color C C C C
পাতা

শিশু একাডেমী ভোলা সম্পর্কিত

অফিসের পরিচিতি:

বাংলাদেশ শিশু একাডেমী বাংলাদেশের শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য প্রতিষ্ঠিত শীর্ষস্থানীয় জাতীয় প্রতিষ্ঠান। শিশুদের মেধা মনন ও বুদ্বিবৃত্তি চর্চার উদ্দেশ্যে এ প্রতিষ্ঠান শিল্প সাহিত্য,সংগীত চারুকলা বিজ্ঞান সহ সংস্কৃতিক নানা শাখায় দেশব্যাপী বহুবিধ কার্যক্রম পরিচালনা করছে। বিত্তবান পরিবারের শিশুদের জন্য যেমন শিশু একাডেমীর কার্যক্রম আছে,তেমনি সুবিধা বঞ্চিত দু:স্থ্য শিশুদের জন্যও রয়েছে আকর্ষনীয় সব কর্মসূচি। দেশের অগনিত শিশু অংশ গ্রহন করছে এসব কর্মসূচিতে।

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক শিশ। জাতির ভবিষ্যৎ কর্ণধার এই শিশুদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে তাদের শারীরিক,মানসিক, সাংস্কৃতিক ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমী প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে বাংলাদেশের ৬৪টি জেলা শাখাতেই শিশু একাডেমীর কার্যক্রম চালু হয়।

১৯৯৪সনের ২২অক্টোবর থেকে ভোলায় শিশু একাডেমীর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শিশু একাডেমীর মূল কর্মকান্ড পরিচালিত হয় কেন্দ্রীয় ইউনিট থেকে। একই কর্মসূচি কেন্দ্রীয় অফিস সহ সকল জেলায় অনুসরন করা হয়। জেলা শাখাগুলো সুষ্ঠু পরিচালনার জন্য  জেলা প্রশাসকের নেতৃত্বে একটি পরিচালনা কমিটি রয়েছে।

অফিস কার্যালয়:

মমতাজ কমপ্লেক্স (৩য় তলা), ইলিশা সড়ক,ভোলা।

ফোন:+88049162923

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)